মনোহরদীতে নবাগত নির্বাহী অফিসার এর সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়
ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ- নরসিংদীর মনোহরদীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ)জয়নুল আবেদিন পিএসসি এর পক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান এর সাথে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমেই কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পক্ষে শুকুন্দী ইউনিয়ন বিএনপি,র সাবেক সভাপতি ও শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরায়েজী,র নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার মনোহরদীকে সুন্দরভাবে ঢেলে সাজাতে নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় গণি ফরায়েজি ছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকরাম হোসেন ও মোবারক হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক সদস্য অলিউল্লাহ্ ও শিপন মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।