অভয়নগরে শীতের মোসুমে বাড়ছে চুরি।
অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদীঃ-
যশোর অভয়নগর থানার বিভিন্ন গ্রামে বাড়ছে নানাবিধ চুরি,এলাকার অনেক মধ্যবিত্ব পরিবার আছে তারা আছে দুঃশ্চিন্তায়।তারই একটা প্রমান ধরে তুললাম অভয়নগরে একতারপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ি থাকে গতকাল রাতে একই সাথে দুটি ছাগল চুরি হয়ে যায়।পাশাপাশি অন্য আর একটা বাড়ি থেকে ছাগল সহ মুরগী ও হাস চুরি হয়।এতে এলাকা বাসি এখন কিছুটা চিন্তায় আছে। তবে এরা এতোই বেপরোয়া যে ছাগল জবাই করে চামড়া,নাড়ীভুড়ি ফেলে রেখে শুধু মাংস নিয়ে চলে যাচ্ছে। ভুক্তভোগী তার নিজেস্ব বক্তব্যে জানান প্রতিবছর শীতের মৌসুমে গ্রামে চোরের উৎপাত বেড়ে যায়।আর এই চোরকে প্রতিহত করার জন্য অভয়নগর থানার অফিসার ইনচার্জ শুভ্র প্রকাশকে বিষয়টির ব্যপারে জানানোর জন্য ফোন দেওয়া হয়।এবং এই চোরের উৎপাত বন্ধ করার দাবিতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বিনীত ভাবে অনুরোধ করেন।তবে এই চোরের কে বা কারা মুল ভুমিকায় আছে তা জানা যায় নি।