পীরগঞ্জে ৭ জুয়াড়ী কে গ্রেপ্তার
লিমন সরকার (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ- জুয়া খেলার সরঞ্জাম সহ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পীরগঞ্জ পৌর শহরের চাপোড় এলাকার বিবিএস ইটভাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানার ওসি থানার ওসি তাজুল ইসলাম জানান,ঐ ইটভাটায় জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালানো হয়। এ সময় এক সেট তাস,চটি ও ৬২০ টাকা সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার চাকধাপাড়া গ্রামের গরিকান্তের ছেলে নয়ন রায়,বিরেন রায়ের ছেলে চন্দন রায়,দিনেশের ছেলে রিপন রায়,রতন রায়ের ছেলে বিমল রায়,চন্দন মোহনের ছেলে সমেস চন্দ্র রায়, মনি ভুষন রায়ের ছেলে নরোত্তম রায় ও ধিরেন্দ্র নাথের ছেলে বিধান চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে থানা মামলা করা হয়েছে।