“জামালপুরে”জেসিআই ঢাকা ডাইনামিক”এর”প্রজেক্ট এনেবল”শারীরিক অক্ষম ব্যাক্তিদের মুদি দোকান চালুতে সহযোগিতা করলো”
রিপোর্টঃ মোঃ ইলিয়াস আশরাফ,নেত্রকোনা প্রতিনিধিঃ-
আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে”জেসিআই ঢাকা ডাইনামিক” র বিশেষ উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের পেচারচর গ্রামে একটি শারীরিক অক্ষম পরিবারকে নিজস্ব মুদি দোকান চালু করতে সহায়তা করেছে।এতে করে অসহায় এই পরিবারটির স্বাবলম্বী হতে সাহায্য হলো। ২৯ শে নভেম্বর ২০২৪-এ দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর উপজেলার স্হানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে জেসিআই ডাইনামিকের এমন মানবিক কাজকে সাধুবাদ জানান এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান। উদ্ভোধনী অনুষ্ঠানে চাহিদাসম্পন্ন ব্যক্তিটি বলেন:এই মুদির দোকান শুধু একটি ব্যবসা নয়;এটি আমার স্বপ্ন পূরণের একটি মাধ্যম। আমি জেসিআই ঢাকা ডাইনামিক ও যারা আমাকে বিশ্বাস করেছেন এবং এই উদ্যোগে সমর্থন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় জেসিআই ঢাকা ডাইনামিকের স্হানীয় নির্বাহী সহ-সভাপতি শায়লিন জামান আকবর বলেন,আমরা এমন ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করি যারা চ্যালেন্জ সত্ত্বেও অসাধারণ দৃঢ়তাএবং সম্ভাবনা প্রদর্শন করে। এই উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দিকে একধাপ এগিয়ে যাওয়া যেখানে প্রত্যকের সফল হওয়ার সুযোগ রয়েছে। এই আয়োজনের মাধ্যমে সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে সফলভাবে দোকান পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ,মেন্টরশিপ এবং আর্থিক সহযোগীতা প্রদান,দোকান স্হাপনায় দোকানে তৈরি জিনিসপত্র নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। জেসিআই ঢাকা ডাইনামিক টেকসই জীবিকার প্রকল্প এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি গ্রহণ করতে সম্প্রদায়গুলোকে উৎসাহিত করতে অঙ্গীকারবদ্ধ।