মাছ ধরা নিয়ে বিরোধ জখম হলেন দুজন
যশোর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদীঃ- যশোর বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রাজ্জাক হোসেন,একই গ্রামের জহর আলির ছেলে মনির হোসেন বুধবার ভোরে বাড়ির পাশে খালে মাছ ধরতে যান।এ সময় প্রতিবেশি জিয়াউর, নাজমুল সহ আরো ৩/৪ জন লাঠি ও কুরাল দিয়ে রাজ্জাক নামে ব্যক্তিকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে মনির ঠেকাতে গেলে তারা তাকেও মেরে জখম করে।
পরে গ্রামের লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন আহত দুজনকে মাথায় ও পায়ে কুপিয়ে জখম করা হয়েছে,সুচিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়টা পুলিশের কাছে কোন অভিযোগ হয়েছে কি না তা এখন পর্যন্ত জানা যায় নি।