জেসিআই ঢাকা ডাইনামিকের “One Life,Live Healthy”নামে কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সেমিনার”
মোঃ ইলিয়াস আশরাফ,জেলা প্রতিনিধিঃ নেত্রকোনাঃ-
কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সহায়তায় ক্রমবর্ধমান চাহিদা পূরণের উদ্দেশ্যে জেসিআই ঢাকা ডাইনামিকের পক্ষ থেকে “One Life,One Healthy” নামে একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) গুলশানের (ঢাকা) ১১৩ নাম্বার রোডের ১১/এ হাউসে বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। সেমিনারে কর্মজীবীদের কর্মক্ষেত্রে মানসিক চাপ মোকাবিলা,সহনশীলতা গড়ে তোলা ও মানসিক সুস্থতা উন্নয়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের দিক নির্দেশনা এবং ইন্টারেক্টিভ ওয়ার্কশপ আয়োজন করা হয়।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মোঃ জিয়ানুর কবির পেশাগত জীবনে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
ইন্টারেক্টিভ ওয়ার্কশপ অংশে ছিল মেডিটেশন,মানসিক চাপ মোকাবেলা ও উৎফুল্ল থাকার কৌশল এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার জন্য কার্যকর ওয়ার্কশপ। এবিষয়ে জেসিআই ঢাকা ডাইনামি কের লোকাল ট্রেনিং কমিশনার রোকেয়া আক্তার বলেন, “ভবিষ্যতের নেতৃত্ব দানকারীদের সুস্থ থাকা প্রয়োজন এবং তাদের মানসিক সুস্হতা তাদেরকে পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে। এই সেমিনারটি কর্পোরেট পেশাজীবি,ব্যবসায়ী এবং বিভিন্ন সেক্টরের কর্মীদের জন্য উন্মুক্ত ছিল। যারা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য উন্নয়ন করতে আগ্রহী ছিলেন তারা উল্লেখযোগ্য সংখ্যায় সেমিনারে উপস্থিত ছিলেন।।