অভয়নগরে জামায়েতী ইসলামের পথসভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী :
অভয়নগরে ৫,৬,৭,৮ নং ইউনিয়নের উদ্যোগে শুভনাড়া ৮ নং ইউনিয়নে শিকিরহাট ফেরিঘাটে সন্মানিত ডঃ শফিকুর রহমান জামায়েতে ইসলাম আমিরের আগমনে পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সরদার শরিফ হোসেন উপজেলা আমির।
উক্ত সভায় সকল সাধারন জনতা ও জামায়েতী ইসলামের সদস্য,কর্মী ও আমিরগন উপস্থিত হয়েছেন।