(স্টাফ রিপোর্টার:-মোঃ নুরুল আলম)-বান্দরবান জেলা মার্কাজ হইতে বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুম,সমর্থিত সাথীরা বান্দরবান জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা মার্কাজের আমির ও সূরা হযরত গন,আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড হইতে আগত জিম্মাদার ও সূরা সাথীগণ। তাদের দাবি বিগত দিন গুলোতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে ওলামালিগের দল বৈষম্য করে বিশ্ব আমির মাওলানা সাদ দামাত বরকাতুম কে আসতে দেয়া হয় নাই,এবার অবশ্যই বাংলাদেশে ইজতেমায় মাওলানা সাদ সাহেব কে আসতে দিতে হবে এবং সারা বিশ্বের মত বাংলাদেশে ও বিশ্ব আমির মেনে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে।