অবৈধভাবে টিসিবির চাউল বিক্রির সময় ৩০ বস্তা চাউল জব্দ,ডিলারের বিরুদ্ধে মামলা
মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে অবৈধভাবে টিসিবির চাউল বিক্রি করায় সময় ৩০ বস্তা চাউল জব্দ এবং অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা যায়,আলিয়া এন্টারপ্রাইজ এর মালিক সাদ্দাম হোসেন উরফে হৃদয় নরসিংদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে টিসিবি ডিলারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। রোববার(১ ডিসেম্বর) রাতে ব্যাটারি চালিত অটোরিকশায় নরসিংদী বড় বাজারে চাউল বিক্রি করতে গেলে ৩০ বস্তা চাউলসহ জনতার হাতে ধরা পড়েন ডিলার হৃদয়। এ সময় তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন প্রশাসনে খবর দিলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে টিসিবির ৩০ বস্তা চাউল জব্দ করেন। এ বিষয়ে নরসিংদী সদরের উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন বলেন,টিসিবির চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাজারে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চালগুলো জব্দ করি। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।