২১আগস্ট মামলার সকল আসামিদের কে খালাসের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
রিপোর্টঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নেক্কার জনক ভাবে গ্রেনেড হামলা চালানো হয়।
আওয়ামী লীহ নেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয় গ্রেনেড হামলার মাধ্যমে। তৎকালীন সময়ে ঐ নেক্কার জনক হামলায় এক হাজারেরও অধিক আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক আহত হয়ে শরীরে এখনও স্প্রিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে কোনমতে বেঁচে আছেন। কলঙ্কময় সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দন্ডিত সকল আসামিকে সংবিধান, আইন ও সকল বিচারিক রীতিনীতি লংঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে দেয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে ফ্রান্স আওয়ামী লীগ। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে জানাচ্ছেন,২১ আগস্ট গ্রেনেড হামলায় দন্ডিত সকল আসামী খালাসের ঘটনাটি বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে এটি একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিবৃতিতে জানানো যাচ্ছে, নৃশংস এই ঘটনা বিচারিক আদালতে দন্ডিত সকল আসামীকে খালাস দেওয়াকে কলঙ্কিত, অমানবিক এবং অগণতান্ত্রিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। একুশে আগস্ট মামলার দন্ডপ্রাপ্ত ৪৯ জন আসামির সকলকে খালাস করে এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্র্বতী সরকার,পবিত্র সংবিধানকে অবমাননা করলো।
ফ্রান্স আওয়ামী লীগ,২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার বন্ধের এই অশুভ তৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা,ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু,,বাংলাদেশ চিরজীবী হোক।
স্বাক্ষরিত,এম এ কাসেম (সভাপতি),দিলওয়ার হোসেন কয়েছ (সাধারণ সম্পাদক),ফ্রান্স আওয়ামী লীগ।