ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ আটক-৩ জন।
মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্য সহ ৩ জন ব্যবসায়িকে আটক করে বিজিবি। সম্প্রতি গত ২ ডিসেম্বর সোমবার ৫০ বিজিবির অধীনস্থ বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপুর্ন এলাকায় উল্লেখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মটরসইকেল সহ আটক করে বলে জানা যায়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,ঐ দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্ব পুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন–হরিপুর উপজেলার চৌরাঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো:হোসেন আলী (৪২)হরিপুর উপজেলার বীরগর গ্রামের মো:সাইফুদ্দিনের ছেলে মো:এনামুল(৪০) ও হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো:জেনারুলের ছেলে মো:মনসুর আলী (৩৫) পরবর্তিতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।