ভেড়ামারায় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা।
মোহন আলী স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।-কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে এক বিএনপি নেতার উপচরে হামলা হয়েছে। এলাকাবাসী ও ভিকটিমের সাথে আলাপ করে জানা যায়, গত ৩০ শে নভেম্বর ২০২৪ খ্রীঃ তারিখে ধরমপুর মাধ্যমিক সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ জয় উক্ত এলাকার জাফরের দোকানের সামনের রাস্তায় গেলে সেখানে আগে থেকে অবস্থান করা রফিকের গায়ের সাথে বাইসাইকেল লাগলে রফিক ক্ষিপ্ত হয়ে জয়কে মারধর করে। পরবর্তীতে ঘটনাটি অনেক দূর পর্যন্তগড়ালে এলাকার বিএনপি নেতা মোঃ শাহজালাল বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি মীমাংসা বা শালিসের উদ্যোগ গ্রহণ করেন। এ ঘটনায় রফিক গং ক্ষুব্ধ হয়ে শফিক রবিউল বাবু ও তুষার একযোগে উক্ত বিএনপি নেতার উপরে হামলা করে। রফিকের ছেলে তুষার বিএনপি নেতা শাহজালালকে লাঞ্ছিত করে। বিএনপির নেতার উপরে হামলার অভিযোগ থেকে বাঁচতে কৌশল গ্রহন করে রফিক গং। তারাতাদের বাড়ি ভাঙচুরের নাটক সাজায় এবং ওদের পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দাখিল করে। আজ মঙ্গলবার বিকেলে উক্ত এলাকায় বিএনপি নেতা শাহজালাল এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন। বক্তব্যে তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেন। সাংবাদিক সম্মেলনে উক্ত বিএনপি নেতা বলেন,ঘটনার বিষয়ে তিনিও থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে এলাকাবাসী বিভিন্নম সময় উক্ত রফিকের অত্যাচারের বিষয়ে ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য মোঃ শাহজালাল রামচন্দ্রপুর বটতলা এলাকার মোঃ নুর ইসলামের পুত্র। তিনি ওয়ার্ড বিএনপি’ র ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন মর্মে জানা গেছে। ভেড়ামারা থানা সূত্রে উভয় পক্ষে পাল্টা পাল্টি দরখাস্ত জমা পরার কথা জানা গেছে।