রাগুনিয়া সৌরসভায় পোড়া ইটের বিকল্প পরিবেশ বান্ধব হলো ব্লক কারখানা ও উর্বশী বিউটি কেয়ার অ্যান্ড একাডেমির উদ্বোধন
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
গত ৫ ডিসেন্বর বিসিসিইউএলের উদ্যোগে চট্টগ্রামের রাগুনিয়া সৌরসভায় শুভ উদ্বোধন হলো পোড়া ইটের বিকল্প পরিবেশ বান্ধব হলো ব্লক কারখানা ও উর্বশী বিউটি কেয়ার অ্যান্ড একাডেমি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিইউএলের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু,চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক, রাগুনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক পূর্ণ চন্দ মুৎসুদ্দি,বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টি রুবেল বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, স্বদেশ কুসুম বড়ুয়া,প্রকৌশল তীর্থঙ্কর বড়ুয়া, বিসিসিইউএল ভাইস চেয়ারম্যান উজ্জ্বল বড়ুয়া, সেক্রেটারি রণবীর বড়ুয়া, ইন্টারন্যাশনাল বিউটিশিয়ান অ্যান্ড ট্রেনার প্রশান্ত বড়ুয়া। এসময় স্হানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।