প্রতিটি মানুষের জাগ্রত বিবেক থাকা প্রয়োজন?
দৈনিক বাংলার মুক্তকন্ঠ:-নিউজ ডেস্ক! সৃষ্টির সেরা জীব হলো মানুষ। মানুষের মধ্যেই রয়েছে অতীত,বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো মন মানসিকতা ও বিবেক-বুদ্ধি। পৃথিবীতে বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও মানুষই টিকে আছে সগৌরবে। মানুষ নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে পৃথিবীকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। মানুষে মানুষে মিলেমিশে বসবাসের জন্য সমাজবদ্ধ হয়েছে। সীমানা নির্ধারণের মাধ্যমে দেশে দেশে বিভক্ত হয়েছে। কিন্তু মানুষে মানুষে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা কাম্য হলেও বর্তমান সময়ে মানুষের মধ্যে অনৈক্যতার বিষয়টি প্রকাশ হচ্ছে চরমভাবে। যেখানে নিজেই বড় হওয়া ও সফল হওয়ার লড়াই দেখা যায়। নিজে বড় হতে গিয়ে কাউকে হেয় করা,তুচ্ছ করা কিংবা পথ থেকে সরিয়ে দিতে হলেও পিছপা হয় না স্বার্থান্বেষী ব্যক্তিরা। তাই নিজেকে পরিবর্তন করুন,অন্যকে সম্মান দিতে শিখুন,মনটাকে বড় করুন,ছোট মন নিয়ে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। আপনি যখন মনের পশুটাকে কোরবানী করতে পারবেন,তখনই আপনি সকল কাজে সফল হতে পারবেন। ভালো থাকুন,সুস্থ্য থাকুন,আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ও জানার তৌফিক দান করুন।
ধন্যবাদান্তে:-মোহাম্মদ সুমন চৌধুরী,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি,কেন্দ্রীয় কমিটি।