ওয়ার্ড আওয়ামীলীগ নেতার নামে ডিলারশীপ দিতে সমন্বয়কের তদবীর
নিজস্ব প্রতিনিধি:দৈনিক বাংলার মুক্তকন্ঠ:- নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতার নামে ডিলারশীপ দিতে সমন্বয়ক সারজিসের তদবীর করেছেন এই নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যাকে নিয়ে এসব তিনি সোনাম উদ্দিন যিনি ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ক্ষমতার দাপটে এলাকার নিরীহ মানুষদের জিম্মি করে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন বীর দর্পে ।ক্ষমতা দেখিয়ে বি এন পির নেতা কর্মী দের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দায়ের করে ঘর ছাড়া করেছে। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে নরসিংদী ৪ (মনোহরদী-বেলাবো)থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী জনপ্রিয় নেতা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল এর মিছিলের উপর অতর্কিত হামলা চালায় সোনাম উদ্দিন ও তার ক্যাডার বাহিনী ।সেই চিহ্নিত সন্ত্রাসী এবার সমন্বয়ক কে কাজে লাগিয়ে হাতিয়ে নিয়েছেন চালের ডিলারশীপ। জানা গেছে কাচিকাটা ইউনিয়ন কাটাবাড়িয়া মুন্সি বাড়ির আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান বীরু এর পি.এস সুনামউদ্দিন এ-র ছেলে দেলোয়ার সমন্বয়ক সারজিস আলম এর বন্ধু এবং সেও সহ-সমন্বয়ক দাবিদার। সে-ই সমন্বয়ক সারজিস আলমকে দিয়ে তার বাবাকে চালের ডিলারশীপ দিতে তদবির করিয়েছে।
এ ভাবেই আবার পুনর্বাসিত হচ্ছে আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা। এ দিকে কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহামেদ বলেন,এখন সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে আওয়ামী লীগের লোকজন,গত ১৭ বছর তাদের অত্যাচার নির্যাতনে শিকার হয়ে আমরা বাড়ি ছাড়া ছিলাম। ডিলারশীপের বিষয়ে কাঁচিকাটা ইউনিয়ন বিএন পির সাধারণ সম্পাদক আলম বলেন,সোনাম উদ্দিন সারাজীবন আওয়ামীলীগ করছে এখন তার ছেলে নাকি সমন্বয়ক সারজিসকে দিয়ে ফোন দিয়ে তার বাবাকে ডিলারশীপ নিয়ে দিছে,এখানে আমাদের কিছু বলার নাই।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।