দৌলতপুরে মাদক কারবারির থেকে মাদক উদ্ধার করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ দিঘলকান্দি এ এস আইয়ের বিরুদ্ধে।
দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া:-কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আওতাধীন দিঘলকান্দি ক্যাম্পের এ এস আই মোঃ আব্দুল রাজ্জাক উক্ত থানার অধীনে পিয়ার পুর ইউনিয়নের কামালপুর গ্রামে শউড়াতলা নামক স্থানে গত ২ এপ্রিল রোজ বুধবার রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান মাদক দ্রব্য গাঁজা সহ ইমরান নামের এক ব্যক্তি কে আটক করেন,পরে রহস্য জনক ভাবে দিঘলকান্দি ক্যাম্পের এ এস আই মোঃ আব্দুল রাজ্জাক আসামি ছেড়ে দিয়ে উদ্ধার কৃত মাদক নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠে। এ ব্যাপারে,নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি প্রতিবেদক কে জানান,আমি তামাকের ঘর জ্বালাইতে ছিলাম এমন সময় পুলিশ এসে শউড়াতলা গেলে আমি উৎসাহিত মনে দেখতে গেলাম,দেখলাম ইমরান পাগলের ঘর থেকে একটি প্যাকেটে কিছু গাঁজা নিয়ে বের হলেন পরে দারোগা সাহেব আমাদের সেখান থেকে সরে যেতে বললে আমরা চলে আসি,পরে দেখলাম পুলিশের গাড়ি আসামি রেখেই চলে গেলেন,কি কারণে রেখে গেছেন সেটা আমি জানি না। এ ব্যাপারে,আসামি ইমরান পাগলের সাথে প্রতিবেদক কথা বলতে গেলে অনেক জিজ্ঞেসাবাদ করার পরে তিনি জানান,হঠাৎ করেই দারোগা সাহেব এসে আমাকে ডেকে তুলে আমার ঘরে ঢুকে আমার সেবন করার জন্য কিছু গাঁজা ছিলো সেটা উদ্ধার করে নিয়ে গেছে এর থেকে আর বেশি কিছু জানতে পারবো না। এ ব্যাপারে দিঘলকান্দি ক্যাম্পের এ এস আই মোঃ আব্দুর রাজ্জাক সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযানে যায় এবং কিছু সংখ্যক গাঁজা উদ্ধার করি আসামি পাই নাই। বিষয়টি খুবই রহস্য ঘেরা,দৌলতপুর উপজেলা প্রশাসনিক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য। যেহেতু সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তা সত্ত্বেও আসামির শিকারোক্তি অনুযায়ী আসামি হাতে পেয়েও কেন? ছেড়ে গেলেন বিষয়টি তদন্ত করে দেখার জন্য অনুরোধ রইলো।