সাংবাদিক কারো কাছে মাথা নথ করেনা তাই সাংবাদিকতা করতে চাইলে দালালী ছাড়ো আর যদি দালালী করতে চাও তাহলে হলে সাংবাদিকতা ছাড়ো?
প্রতিবেদক,সম্পাদক – প্রকাশক-দৈনিক বাংলার মুক্তকন্ঠ:- সাংবাদিকতা কেবল একটি পেশা নয়,এটি একটি স্ট্যান্ডার্ড, নৈতিকতা ও দায়িত্ববোধের প্রতীক। এ পেশার মূল ভিত্তি হলো সততা, মেধা, আত্মসম্মান এবং সামাজিক সচেতনতা। এখানে আসার আগে শুধু শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয় প্রয়োজন পারিবারিক মূল্যবোধ, অর্থনৈতিক স্বচ্ছলতা এবং সূক্ষ্ম বিচারবোধ। এই মহৎ পেশা কখনোই অভাবগ্রস্তদের শেষ আশ্রয়স্থল কিংবা কারো ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হতে পারে না। সাংবাদিকতা ভিক্ষাবৃত্তি নয়,এটি ব্ল্যাকমেইল করার অস্ত্রও নয়। বরং, এটি সমাজের দর্পণ—যেখানে সত্যের প্রতিফলন ঘটে। যারা নিজেদের সংকীর্ণ স্বার্থে সাংবাদিক নাম ব্যবহার করে এই মহান পেশাটিকে হেয় করছেন, তারা সমাজের কাছে শুধু নিজেদের নয়, পুরো পেশাটির ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছেন। তাদের কাছে অনুরোধ,সাংবাদিকতার পরিচয়ে এই গৌরবময় পেশাটিকে হাস্যকর করে তুলবেন না। সাংবাদিকতা হোক দায়িত্ব, সত্য ও নৈতিকতার প্ল্যাটফর্ম।