বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার। সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল কালীগঞ্জে জমির মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জনগণের মুক্তির প্রত্যাশা অপরাধ ও জঙ্গী উত্থানের অবসান ঘটাতে শেখ হাসিনাকেই চায় বাংলাদেশ আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান

সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে আটক-০৮

 

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ ইমামুল হাসান সঙ্গীয় ফোর্স সহ আজ ১৪ মে সকাল ৮:৫০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১২, তারিখ-১২/০৫/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী ০১। মোঃ দিদার (৩২), পিতা-মৃত শেখ আহম্মদ, মাতা-হোসনে আরা বেগম, সাং-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন খলিল কন্ট্রাক্টরেরর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মৌলভী পুকুর পাড়, গাবতল, বশির কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ রায়হান উদ্দিন জাবেদ (২০), পিতা-মোঃ হাসান, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-পোমরা, হাফেজ সিকদার বাড়ী, ২নং ওয়ার্ড, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মোহরা, মৌলভী বাজার, মাঝির বাড়ী, রহমান মাঝির কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ আরমান প্রকাশ ছনু মিয়া (২৫), পিতা-মোঃ নাছের, মাতা-সাজেদা বেগম, সাং-মাদার বাড়ী, উত্তর রাজঘাট, ছমুদার বাপের বাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন মাষ্টার কলোনী, ৪নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ সাকিব (২৩), পিতা-মৃত শাহ আলম, মাতা-নাজমা বেগম, সাং-বয়ারচর, ভূইয়াহাট রাস্তার মাথা, গাজী বাড়ী, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-বাহির সিগন্যাল, বোড স্কুল, আবছার কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ তাহসিন প্রঃ রিপন প্রঃ জিকু (২৪), পিতা-মোঃ জলিল, মাতা-মুন্নি আক্তার, সাং-আন্দার মানিক, আকবর আলী সিকদার বাড়ী, ৯নং ওয়ার্ড, অলি মিয়ার হাট ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, বাঁশতল, ইউনুছ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ সুমন (২৪), পিতা-মোঃ আজিজুল হক, মাতা-মৃত রুনা বেগম, সাং-বার বাকিয়া, বারুয়া খালী, রব্বানিয়া পাড়া, কুলসুমা বেগম এর বাড়ী, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, গোল আমগাছ তল, হাজী বিল্ডিং, ৩য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। আব্দুল খালেক (৩৮), পিতা-মৃত বুধা মিয়া, মাতা-ছেনু আরা, সাং-মাতারবাড়ী, দক্ষিণ রাজঘাট, বুধার বর বাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন ইউনুছ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৮। মোঃ রিয়াজ (৩২), পিতা-মোঃ রেজাউল করিম, মাতা-ফাতুলি বেগম, সাং-দক্ষিণ পুটি বিলা, কাশিম মাঝির পাড়া, ৩নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-অক্সিজেন, সৈয়দ পাড়া, তাজু সাহেব এর কলোনী, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page